বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ‘টেলিডাক্তার’।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনবন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনাবন্যায় তলিয়ে গেছে ২ লাখ ৩০ হাজার হেক্টরের ফসলমোবাইল ফোনে ০৯৬১০৯৯৯৭৭৭ নম্বরে কল দিয়ে অথবা টেলিডাক্তার অ্যাপ থেকে দিনরাত ২৪ ঘণ্টা যে কোনো সময়ে চিকিৎসকের সঙ্গে কথা বলা যাবে। ভিডিও কলে কথা বলা যাবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।
প্রতিষ্ঠানটি জানায়, দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বিপদে পড়েছে অনেক মানুষ। বেড়েছে পানিবাহিত রোগ সংক্রমণের শঙ্কা। এ ধরনের পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ সেবাও হয়ে পড়ে অপ্রতুল। এ অবস্থায় বন্যার্তদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ‘টেলিডাক্তার’।
এএএম/কেএসআর/এএসএম