রাজনীতি

জামায়াতের সঙ্গ ত্যাগ করুন : খালেদাকে সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহবান জানিয়েছেন। সোমবার দুপুরে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তন ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।তিনি বলেন, ‘আপনাকে (খালেদা জিয়া) বলছি, জামায়তকে ত্যাগ করুন। যুদ্ধাপরাধীদের ত্যাগ করুন। যুদ্ধাপরাধের বিচার কাজে সহায়তকা করুন।’বেগম খালেদা জিয়ার আন্দোলনের হুমকির জবাবে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আপনি যদি আবারও স্বপ্ন দেখেন আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতা করবেন। তাহলে, আপনি বোকার রাজ্যে বসবাস করবেন। আমি গণতান্ত্রিক মানুষ, হুমকি-ধামকিতে বিশ্বাস করি না। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে আপনার জন্য পথ খোলা আছে। তবে আন্দোলন সহিংস হতে পারবে না। আন্দোলন হতে হবে গণতান্ত্রিক, শাসনতান্ত্রিক ও সাংবিধানিকভাবে পরিচালিত।খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, অপনি নির্বাচন না করে ভুল করেছেন। এখন ধৈর্য্য ধরুন। ভুলের মাশুল তো আপনাকে দিতেই হবে।প্রয়াত আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করে সুরঞ্জিত বলেন, অনেকে রাজনীতিবিদদের নিয়ে অনেক কথা বলেন। আব্দুর রাজ্জাক কর্মী বান্ধব ছিলেন। প্রগতিশীল রাজনীতির এক উজ্জল দৃষ্টান্ত আব্দুর রাজ্জাক। আমরা যত বেশি তাকে স্মরণ করবো, ততই আগামী বাংলাদেশকে গঠন করতে সাহায্য পাবো।সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিম এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।