পাবনার বেড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে শীতলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মালু শেখ (৪৪) শীতলপুর গ্রামের ভুলাই সেখের ছেলে। জমিজমা নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মালু শেখ ও তার ভাই জালাল সেখ জালুর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে শুক্রবার দুপুরে ভাতিজা আরিফ ও তার চাচা মালু সেখের মধ্যে ঝগড়া হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে তার চাচা মালুর বুকে ছুরিকাঘাত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আমিন ইসলাম জুয়েল/জেডএইচ/এএসএম