মাগুরার শালিখা উপজেলায় থাই পেয়ারার চাষ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। থাই পেয়ারা মাগুরার স্থানীয় বাজারের চাহিদা মিটিয়েও ঢাকা, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, চৌমুহনী ও যশোরসহ বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেয়ারা ৯০ টাকা থেকে ১১০ টাকা দরে বিক্রি হয়।শালিখার হরিশপুর গ্রামের কৃষক জামাল হোসেন জাগো নিউজকে জানান, মাহফুজুর রহমান ও নুরুল ইসলাম প্রায় ৩ বছর আগে পৃথক দুটি প্লটে প্রায় ৫ একর জমিতে থাই পেয়ারার বাগান করেন। তাদের বাগানের পেয়ারা ও বিক্রি দেখে ওই এলাকার অণ্যান্য কৃষক নতুন করে পেয়ারা বাগান করেন। শালিখা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, শালিখা উপজেলায় এ পর্যন্ত ২০ থেকে ২৫ হেক্টর জমিতে থাই পেয়ারার চাষ হয়েছে। অন্য পেয়ারা থেকে থাই পেয়ারার ফলন বেশি। স্বাদও ভালো। তাই ক্রেতাদের কাছে এ পেয়ারার চাহিদাও বেশি। এজন্য কৃষকরা থাই পেয়ারা চাষে অধিক আগ্রহী হয়ে উঠছে। এ বিষয়ে শালিখার উপ-সহাকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার ঘোষ জাগো নিউজকে জানান, পেয়ারা বাগান তৈরিতে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। কৃষকের সঙ্গে পেয়ারা বাগানে সরেজমিনে কাজ করছে। ফলে কৃষক সঠিকভাবে পেয়ারা বাগানের পরিচর্যা ও বাজারজাত করার উপযুক্ত পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন।এসএস/এমএস