আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে ‘হিসাবরক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটিতে বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডবিভাগের নাম: ডিপো
পদের নাম: হিসাবরক্ষকপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিকম/বিবিএস/বিবিএঅভিজ্ঞতা: নির্ধারিত নয়বেতন: শিক্ষানবিশকালে ১৯,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২০,০০০ টাকা। এছাড়াও থাকছে প্রভিডেন্ট ফাণ্ড সুবিধা, গ্র্যাচুয়িটি, উৎসব ভাতা, চিকিৎসাসেবা, মোটরসাইকেলের জ্বালানি বিল (প্রযোজ্য ক্ষেত্রে)।
আরও পড়ুনবিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ৩৫ বছরেও আবেদনসেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, সাড়ে ১৬ বছরেই আবেদননৌবাহিনীতে বেসামরিক পদে ৩৯ জনের নিয়োগ, আবেদন ফি ১০০ টাকাচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থান (স্ব-স্ব বিভাগীয় জেলায়)
আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪
সূত্র: বিডিজবস ডটকম
এমআইএইচ/জেআইএম