ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত ৬ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার পুলিশ লাইন হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধারা হলেন, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আবেদ আলী, অবসরপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক মো. হযরত আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টবল তরেন সিংহ, মো. এরফান আলী, মো. মোসলেম উদ্দিন ও মো. রহমত আলী। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক সাদেক কূরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক।পরে প্রধান আতিথি মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রি বিতরণ করেন।