মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের রায় আজ মঙ্গলবার ১০টার দিকে ঘোষণা করা হবে। হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন তিনি।বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধে ১৬টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মুসলিম লীগের প্রাক্তন এই নেতার বিরুদ্ধে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে। সোমবার ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ দিন ধার্য করেন।গত ২০ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমাণ রাখেন। একই সঙ্গে কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে ট্রাইব্যুনালের নির্দেশে কায়সার জামিনে ছিলেন।ট্রাইব্যুনালে কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।