নরসিংদী ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কোনো হাতাহতের ঘটনা ঘটেনি। সোমবার দুপুরে কেন্দ্রের ভেতরে পরিত্যক্ত তেলের ট্যাঙ্ক থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক জানান, ওয়েল ফ্যাসিলিটি বিভাগে শ্রমিকরা কেন্দ্রের ভেতরে পাওয়ার প্লান্ট এ রি-পাওয়ারিং প্রকল্পে কাজ করছিল। সে সময় হঠাৎ আগুন লাগে যায়। খবর পেয়ে পলাশ, নরসিংদী, কালীগঞ্জ ও কেন্দ্রের নিজস্ব দমকল বাহিনীসহ চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘোাশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, কারখানায় রি-পাওয়ারিং তৃতীয় প্রকল্প নামে ৩৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন একটি ইউনিটের কাজ চলছে। সেখানে কিছু তেলের ড্রাম পরিত্যক্ত অবস্থায় ছিল। সেগুলো পরিষ্কার করার জন্য শ্রমিকরা কাজ করছিল। তখন পরিত্যক্ত একটি ট্যাঙ্কিতে হঠাৎ আগুন লেগে যায়। তবে এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি ইউনিটের মাধ্যমে ৯১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কথা থাকলেও সংস্কার কাজের জন্য ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং এবং যান্ত্রিক ত্রুটির কারণে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৪নং ও অগ্নিকাণ্ডে ৬নং ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। সঞ্জিত সাহা/এআরএ/এবিএস