বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সাংগঠনিক অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করবে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এ সংবাদ সম্মেলন করবেন। বিএনপি’র প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র জানায়, সংবাদ সম্মেলনে ২৭ ডিসেম্বর গাজীপুর ভাওয়াল ভদ্রে আলম ডিগ্রি কলেজ মাঠে জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভার বিষয়টির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন।