রাজনীতি

বেলা ১১টায় বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সাংগঠনিক অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করবে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে এ সংবাদ সম্মেলন করবেন। বিএনপি’র প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র জানায়, সংবাদ সম্মেলনে ২৭ ডিসেম্বর গাজীপুর ভাওয়াল ভদ্রে আলম ডিগ্রি কলেজ মাঠে জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভার বিষয়টির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন।