মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে কুদ্দুস প্রামানিক (৫৫) নামে ওই ব্যক্তির মরদেহ দুর্ঘটনাস্থলের পাশে ভেসে উঠলে দমকল বাহিনীর সদস্যরা তা উদ্ধার করে। ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন নৌকার চালক রহিজ প্রামানিক। কুদ্দুস ও রহিজের বাড়ি পাবনা সদর উপজেলার চর তারাপুর গ্রামে।উল্লেখ্য, পাবনা থেকে বালু বোঝাই করে পাটুরিয়া ঘাটে আসার পথে রোববার সন্ধ্যায় ৩ নম্বর ফেরিঘাটের কাছে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার ৮ আরোহীর মধ্যে ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও কুদ্দুস প্রামানিক ও রহিজ প্রামানিক নিখোঁজ থাকে। ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সোমবার সারাদিন উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের খোঁজ পাননি।পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শামীম জানান, কুদ্দুসের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বি.এম খোরশেদ/এসএস/আরআইপি