দেশজুড়ে

চৌহালীতে শহর রক্ষা বাঁধের ২ কি.মি. ধস

১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শহর রক্ষা বাঁধের প্রায় ২ কিলোমিটার এলাকায় ধস নেমেছে। এছাড়া একই বাঁধের টাঙ্গাইল-নাগরপুর সীমানারও সোয়া কিলোমিটার এলাকা ধসে যায়। রোববার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে সোমবার সকালে এ ধস নামে। এদিকে, সামান্য ঢেউয়ের আঘাতেই বাঁধে ধস নামায় যমুনা তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী জানান, কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারি বর্ষণের কারণে চৌহালীর উত্তর সীমান্তে চেকিরমোড় থেকে দক্ষিণ দিকে খাস কাউলিয়া গার্লস হাইস্কুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকার জিওব্যাগ নদী গর্ভে চলে যায়। এছাড়াও বাঁধের উত্তর দিকে নাগরপুর এলাকায় প্রায় সোয়া কিলোমিটার এলাকায় জিওব্যাগ নদীগ র্ভে বিলীন হয়। এ ব্যাপারে চৌহালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী খবর পেয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, ধস ঠেকাতে সকাল থেকেই নদীতে কাজ শুরু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করা হবে। এ নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাদল ভৌমিক/এসএস/আরআইপি