দেশজুড়ে

হামলা-লুটপাটের অভিযোগে বিএনপি নেতার নামে মামলা

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনসহ ১০ নেতার বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে এ মামলা করেন একই উপজেলার মেহেদীপুর গ্রামের মো. স্বপন।

অপর আসামিরা হলেন- মো. মনসুর ভূঞা, ইউসুফ, শাহীন, ইলিয়াস, মিজানুর রহমান, নাসির, জসিম উদ্দিন, আবুল কালাম ও মিলন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা দলবদ্ধ হয়ে লোহার রড, রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে বসতঘরে হামলা করে। তারা ঘরের টিন, দরজা-জানালা কেটে জোরপূর্বক প্রবেশ করে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এছাড়া হামলায় তিন লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়। এসময় স্বপনের স্ত্রীর শ্লীলতাহানি ও তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে নানা হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে আকবর হোসেন বলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি তার সহযোগী স্বপনকে দিয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।

এ বিষয়ে জানতে ফেনী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজের মুঠোফোনে বার বার কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস