ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মো. আক্তার হোসেনের প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ২টার দিকে উপজেলার ইছাপুরা (উত্তর) ইউনিয়নের খাদুরাইল চৌরাস্তায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আক্তার হোসেন অভিযোগ করে জাগো নিউজকে বলেন, সোমবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুলের একটি নির্বাচনী সভা ছিল। ওই সভা শেষে তার সমর্থকরা খাদুরাইল চৌরাস্থায় আমার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। এতে কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নির্বাচনী পোস্টারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউলক হক বকুল অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, এলাকায় আমার জনসমর্থন আওয়ামী লীগ প্রার্থীর চাইতে অনেক বেশি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিডিয়ায় আসার জন্য আওয়ামী লীগ প্রার্থী নিজেই তার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন। এই আগুনে তার কার্যালয়ের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, আগামী ৭ মে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা (উত্তর) ইউনিয়নসহ ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি