ফিফায় নিজের ভাগ্য নিয়ে আগেভাগেই হিসাবটা পাকা করতে চান সেফ ব্লাটার। এ জন্য সোমবার তিনি গোপন বৈঠকও করেছেন। ফিফার উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই গোপন বৈঠক করেন তিনি।ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে উৎসব আয়োজন নিয়ে বিভিন্ন কনফেডারেশনসের সদস্যদের সঙ্গে সোমবার বৈঠক করেন সেফ ব্লাটার। মূলত এই অনুষ্ঠান নিয়েই বৈঠক ছিল। এর ফাঁকেই গোপন বৈঠকটিও সেরে ফেলেছেন সেফ ব্লাটার।২০১৫ সালের মে মাসে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে চান সেফ ব্লাটার। তবে খুব বেশি সময় নেই হাতে। আগামী ২৯ জানুয়ারির আগেই প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করতে হবে আগ্রহী প্রার্থীদের।কিন্তু এর মধ্যে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ এবং কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২-এর আয়োজক দেশ নির্বাচন নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে,তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট সেফ ব্লাটার।