দেশের বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরিফে হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরিকতে ইসলাম। একই সঙ্গে মাজারে হামলাকারীদের শাস্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
Advertisement
রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি সৈয়দ গোলাম উদ্দিন হিয়াজুড়ী বলেন, দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নি সংযোগ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এরই মধ্যে অনেকগুলো দরবার ও মাজারে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আরও পড়ুনমাজারে হামলাকারীদের শাস্তি দাবি তরিকত পরিষদেরগণপিটুনিতে প্রাণ হারালেন সাবেক ছাত্রলীগ নেতাএ সময় সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে-১. মাজারে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২. বাংলাদেশের সব মাজার সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।৩. মাজার বা দরবার শরিফ ধর্ম অথবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশনের জন্য সরকারি উদ্যোগ নিতে হবে।
Advertisement
এএএম/কেএসআর/জেআইএম