জাতীয়

২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে অ্যাডহক কমিটি গঠিত

২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে অ্যাডহক কমিটি গঠিত

২৪তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নুরজাহান খানম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অ্যাসোসিয়েশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

অ্যাডহক কমিটির বিষয়ে যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এ কমিটি ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের বৈষম্যদূরীকরণে আগামীতে কাজ করবে। এ কমিটির মেয়াদ পরবর্তী ১৮০ দিন পর্যন্ত।

কমিটিতে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হাসান এবং অন্য তিন সদস্য হলেন- হোসনা আফরোজা, মো শাহিনুর আলম ও রেবেকা খান।

Advertisement

এমওএস/এমকেআর/জিকেএস