নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে আচরণবিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় এই সাজা দেন কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম মেহেদী হাসান।সাজাপ্রাপ্তরা হলেন- দক্ষিণ বড়ভিটা গ্রামের আব্দার রহমানের ছেলে রাজ্জাকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৫০)। অভিযোগ মতে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের ফজলার রহমানের পক্ষে ওই দুই ব্যক্তি সোমবার রাতে ভোটারদের তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ছয়শ` করে টাকা বিতরণ করছিল। এ সময় খন্দকার পাড়ার আইউব আলী ও তার স্ত্রী মোতাহারা বেগম এর প্রতিবাদ করে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করে। ওই অভিযোগে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউপি নির্বাচন ২০১৬ আচরণবিধি লঙ্ঘনের ১৭(গ) ও ৩১(১) ধারায় সাজা প্রদান করে।কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওই ইউনিয়নে চতুর্থ দফায় আগামী ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।জাহেদুল ইসলাম/এসএস/আরআইপি