তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ওয়ান বাংলাদেশে

ভারতের বাজারে আসা গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইসটি বাংলাদেশসহ আরো দুটি দেশের বাজারে আসছে। ডিভাইসটি নিয়ে ভারতে ভালো সাড়া পাওয়ায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকায় ডিভাইসটি বিক্রির পরিকল্পনার কথা জানায় গুগল কর্তৃপক্ষ।গুগলের গত আই/ও সম্মেলনে ডিভাইসটির উদ্বোধন করা। মূলত ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও বিশ্বের উদীয়মান বাজারগুলোয় অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জনপ্রিয়তা আরো বাড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ।ডিভাইসটির নিরাপত্তা ব্যবস্থা গুগল নিজেই নিয়ন্ত্রণ করে বলে এনিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই বলে জানানো হয়। নতুন পরিকল্পনার বিষয়ে গুগলের ভাইস প্রেসিডেন্ট ও প্রডাক্ট ম্যানেজার সিজার সেনগুপ্ত বলেন, ‘ভারতে আমরা অ্যান্ড্রয়েড ওয়ানের ব্যাপক সাড়া পেয়েছি। এবার ভারতের প্রতিবেশী দেশগুলোর বাজারেও ডিভাইসটি পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।নতুন তিনটি দেশে সেবা চালু করতে হলে গুগলকে স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এ বিষয়ে গুগলকে সহায়তা করবে।বাংলাদেশের ব্যাপারে গুগলের আগ্রহের বেশকিছু যৌক্তিক কারণ রয়েছে। অন্যান্য বাজারের মতো বাংলাদেশের টেলিযোগাযোগ খাতও দ্রুত প্রসার হচ্ছে। আর জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ দেশ। এছাড়া গুগল নতুন যে তিনটি দেশে তাদের ডিভাইস সরবরাহের পরিকল্পনা করছে, তার মধ্যে বাংলাদেশের বাজার সবচেয়ে বড়।