জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে মিডিয়া কমিশন গঠন হবে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

তিনি বলেছেন, সংবাদমাধ্যম যেন নির্বিঘ্নে ও স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমরা বলেছি, আমাদের যে কোনো বিষয়েও সংবাদমাধ্যম গঠনমূলক সমালোচনা করতে পারে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

Advertisement

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা পোশাকের বিদেশি ক্রেতাদের একত্র করে সহযোগিতা চাইবেন ড. ইউনূস সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের দ্বিতীয় ভাষণ। গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

এমকেআর/জেআইএম

Advertisement