মেয়াদোউত্তীর্ণ হওয়ায় কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটি বাতিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। অতি দ্রুত জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে পুনরায় সভাপতি এবং অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
Advertisement
দলীয় সূত্র জানা গেছে, দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশা ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। এতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেমে আসে স্থবিরতা।কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার কমিটি বাতিলের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন মেয়াদউত্তীর্ণ কমিটি দিয়েই কার্যক্রম চলছিল। নতুন কমিটি আসলে দল আরেও চাঙ্গা হবে বলে আশা করি।
তবে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আমার কাছে কোনো চিঠি আসেনি। এ বিষয়ে আমার জানা নেই।
আল-মামুন সাগর/এএইচ/এমএস
Advertisement