টানা পাঁচদিন বৃষ্টি! ভারতের গ্রেটার নয়ডায় বিরক্তিকর এক অভিজ্ঞতার সাক্ষী হলো আফগানিস্তান এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল।
Advertisement
একমাত্র টেস্টটিতে বৃষ্টির কারণে টসই করা গেলো না। ফলে কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়ে গেলো ম্যাচটি।
এর আগে টেস্টের টানা চারদিন বৃষ্টি হয়েছে। আজ (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় ম্যাচের শেষদিনের খেলা শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু দিনের খেলা মাঠে গড়ানোর আগে থেকেই ঝুম বৃষ্টি। ফলে শেষদিন শুরুর ঘণ্টাখানেক আগেই টেস্টটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
Advertisement
টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র অষ্টমবারের মতো কোনো বল না হয়েই পাঁচদিনের টেস্ট পরিত্যক্ত হলো।
এমএমআর/এমএস