দেশজুড়ে

কসবায় ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রনে কাটা পড়ে অজ্ঞাত (১৬) এক কিশোর নিহত হয়েছে। বুধবার বিকেলে কসবা রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে কসবা রেলওয়ে স্টেশনের কাছে অজ্ঞাত ওই কিশোর ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস