খেলাধুলা

কোচ কোটানের শরণাপন্ন আবাহনী

ফুটবলার অমলেশ সেনের তত্ত্বাবধানেই গত দু’মৌসুম খেলেছে আবাহনী দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। কিন্তু ফুটবল মাঠে হারিয়ে ফেলা ছন্দ ফিরে পায় নি ক্লাবটি। তাই হারানো ছন্দ ফিরে পেতে জর্জ কোটানের শরণাপন্ন হয়েছে ক্লাবটির কর্ণধাররা। এদিকে তাদের ডাকে সাড়া দিয়ে সোমবার সকালে সস্ত্রীক ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এ অস্ট্রিয়ান কোচ।বাংলাদেশের ফুটবলের সঙ্গে কোটানের সম্পর্ক নিবিড়। ২০০৩ সালে তার তত্ত্বাবধানেই জাতীয় ফুটবল দল পেয়েছে সাফ ফুটবলের একমাত্র শিরোপা। একই বছর তিনি ফেডারেশন কাপ জেতান মুক্তিযোদ্ধা সংসদকে।এদিকে ঢাকায় পৌঁছে কোটান বলেন, ‘দলটিকে আমি এখনো দেখার সুযোগ পাইনি। এছাড়া খেলোয়াড়দের চিনি না। তবে এ পর্যন্ত যতটুকু জেনেছি দলটি এখন তৈরি হচ্ছে। কয়েকটি পজিশনে ভালো মানের বিদেশি যোগ করা গেলে নিশ্চয় আবাহনীর একটা শক্তিশালী চেহারা দাঁড়াবে।অপরদিকে কোটান প্রসঙ্গে আবাহনীর ফুটবল ম্যানেজার ও সাবেক ফুটবলার সত্যজিৎ দাস রুপু বলেন, বাংলাদেশে অতীত সাফল্যের ইতিহাস ও এ দেশের ফুটবল সম্পর্কে  পূর্ব অভিজ্ঞতা থাকায় কোটানকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে আবাহনী।