বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন হবিগঞ্জের আদালত। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুর ১২টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলাটি করেন। আদালতের বিচারক রশিদ আহমেদ মিলন মামলা গ্রহণ না করে তা খারিজ করে দেন।মামলার বাদী পক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরাকায়স্থ টিটু জানান, সরকারের পূর্বানুমতি না থাকায় আদালত মামলাটি গ্রহণ করেননি।মামলার বাদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম বলেন, আমরা পুনরায় মামলাটি উচ্চ আদালতে করব।উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধুকে কটূক্তি এবং তার দলীয় লোকজনকে উস্কানি দিয়ে বক্তব্য রাখেন।