নিজ কার্যালয়ের সামনে একটি অভিযোগ বক্স স্থাপন করেছেন ফেনীর পুলিশ সুপার। এতে করে ফেনীর সাধারণ মানুষ গোপনে পুলিশ প্রশাসনকে নানা অপরাধের বিষয়ে অবহিত করার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফেনীর নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের সমাজে নানা অপরাধ ঘটে থাকে। কিন্তু গোপনীয়তা রক্ষা না হওয়ার ভয়ে মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে চায় না। তাই চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং, ছিনতাই, ইভটিজিংসহ অন্যান্য যে কোনো অভিযোগ সরাসরি জানাতে এই বক্সটি স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এখানে তথ্য দাতাদের নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অপরাধী ধরতে এই কার্যক্রম অনেক বেশি সহায়ক হবে।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস