তিস্তার পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রোববার (২৯ সেপ্টেম্বর) তিস্তা ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ১৭ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, নদী তীরবর্তী এলাকায় বেশকিছু রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ভেঙে গেছে। আমনসহ বিভিন্ন সবজিক্ষেত ডুবে গেছে। দীর্ঘ সময় ডুবে থাকলে এসব ফসলের মারাত্মক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। একই সঙ্গে বন্যার পানির তোড়ে ভেসে গেছে বেশ কিছু পুকুরে মাছ।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ইউনিয়নের ছয় ওয়ার্ডে মানুষ পানিবন্দী রয়েছে। ভুক্তভোগীদের তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে পাঠানো হয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার বলেন, রোববার সকাল ৬টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তাপাড়ে বন্যা দেখা দিয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, পানিবন্দিদের মাঝে দ্রুত ত্রাণ সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি পানিবন্দী এলাকাগুলো পরিদর্শনে জন্য রওনা করছি।
রবিউল হাসান/আরএইচ/এমএস