আন্তর্জাতিক

নিলামে উঠছে পৃথিবীর সবচেয়ে বড় হীরক খণ্ড

একশ বছরের বেশি সময় আগে আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বড় হীরক খণ্ড নিলামে উঠতে যাচ্ছে। বুধবার আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান সুথবি বলছে, ৭ কোটি মার্কিন ডলার মূল্যে ওই হীরা খণ্ড বিক্রির জন্য আগামী মাসে লন্ডনে নিলামে তোলা হবে। খবর এনবিসি নিউজের।আগামী ২৯ জুন ১১ শ’ ৯০ ক্যারাটের ওই হীরাখণ্ডটি নিলামে উঠবে। বতসোয়ানার সোয়ানা ভাষায় সর্ববৃহৎ এই হীরকখণ্ডের নাম লেসেদি লা রোনা (‘আমাদের আলো’)। এর আগে নিউ ইয়র্কে সুথবির প্রধান কার্যালয়ে এটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপি সুথবির জুয়েলারি বিভাগের চেয়ারম্যান ড্যাভিড বেনেট বলেন, লেসেদি লা রোনার আকার দেখে বিস্মিত হয়েছেন বিশেষজ্ঞরা। তিনি বলেন, এটি একটি বিরল, অনন্য বস্তু।২০১৫ সালের নভেম্বরে কানাডার খনি কোম্পানি লুকারা ডায়ামন্ড বতসোয়ানায় ওই হীরক খণ্ডটি আবিষ্কার করে। টেনিস বল আকারের এই হীরক খণ্ড আড়াই থেকে তিন হাজার কোটি বছর আগের বলে বিশ্বাস করা হয়। এসআইএস/এবিএস