শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইউপিবাসী। শুক্রবার সকাল ৮ টায় ইউনিয়নের আ. মান্নান মল্লিকের কান্দি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ইউপিবাসী বলেন, ইউনিয়নের সীমানা পুঃনির্ধারণ ও ওয়ার্ড বিভক্তির কারণে কুন্ডেরচর ইউনিয়ন পরিষদে ৫ম ধাপে আগামী ২৮ মে নির্বাচন হবে না। আমরা ভোটাররা ভোট দিতে পারবো না। বর্তমান চেয়ারম্যান সালাহ উদ্দিন বেপারী স্বার্থ হাসিলের জন্য নির্বাচনের আগ মুহূর্তে মামলা করেছে। এর জন্য আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম। তাই অতি দ্রুত কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই।এ সময় উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান এবিএম লিয়াকত হোসেন মল্লিক, আবুল বাসার, রেজাউল করিম, কামাল হোসেন বন্ধুকসি, লিয়াকত, মনির হোসেন ও জাহানারা বেগম প্রমুখ।জানা যায়, পদ্মার ভাঙনে কুন্ডেরচর ইউনিয়নের একটি বৃহৎ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণের ফলে কয়েকটি ওয়ার্ডেরজ নগণ অন্য ওয়ার্ডে গিয়ে বসবাস করছে। ফলে ইউনিয়নের সীমানা পুঃনির্ধারণ ও ওয়ার্ড বিভক্তি করার দাবিতে বর্তমান চেয়ারম্যান সালাহ উদ্দিন বেপারী হাইকোর্ট ডিভিশনে ৪১৯৫/২০১৬ নং পিটিশন দাখিল করে। হাইকোর্ট উক্ত পিটিশনের পরিপ্রেক্ষিতে কুন্ডেরচর ইউনিয়নের সীমানা পুনঃনির্ধারণের প্রয়োজনে নির্বাচন স্থগিত করে আদেশ দেয়।ছগির হোসেন/এসএস/পিআর