দেশজুড়ে

লামায় চোলাই মদসহ ৪ নারী গ্রফতার

বান্দরবানের লামায় চোলাই মদসহ চার নারীকে গ্রফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।গ্রফতারকৃতরা হলেন, আয়েশা বেগম(৫৫), মনজুরা বেগম (৫০), রশিদা বেগম (৪৫) ও মনোয়ারা বেগম (৪৫)। তারা কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ঘষাবাজারের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি জিপ গাড়িতে চারজন মহিলা লামা থেকে চকরিয়ায় ১৯২ লিটার মদ পাচার করছে- এমন সংবাদ পেয়ে লামা-চকরিয়া সড়কের সকল গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পরে পলিথিনে মোড়ানো ছয়টি চোলাই মদের ব্যাগসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২(গ) ধারা একটি মামলা দায়ের করেন।লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হোসেন জানান, দুপুরে জব্দকৃত মদসহ লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত সকলকে জেল হাজতে প্রেরণ করে।সৈকত দাশ/এআরএ/এমএস