ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থকে ১৫২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আখাউড়ায় ৪৭টি ও বিজয়নগরে ১০৫টি কেন্দ্র রয়েছে। ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, বাক্স ও সিলসহ ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয়েছে।যেসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হল, আখাউড়ার আখাউড়া উত্তর ইউনিয়ন, আখাউড়া দক্ষিণ, মোগড়া, মনিয়ন্দ ও ধরখার, বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়ন, চান্দুরা, হরষপুর, ইছাপুরা উত্তর, পাহাড়পুর, সিঙ্গারবিল, পত্তন, চম্পকনগর, চরইসলামপুর এবং বিষ্ণুপুর ইউনিয়ন।এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জাগো নিউজকে জানান, ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে দুই উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্র ব্যালট পেপার, বাক্স-সিলসহ ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।এদিকে, ভোটগ্রহণ চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রের আশে পাশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ভোটাররা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রযোগ করতে পারেন সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ, চারজন অস্ত্রধারী এবং ১২ জন লাঠিসহ আনসার সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল ও স্ট্রাকিং ফোর্স এবং প্রতি তিনটি ইউনিয়নের জন্য র্যা বের একটি করে টিম কাজ করবে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমএস