দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনদিনের সরকারি সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি এই সফর আসছেন বলে জানা গেছে।আগামী শনিবার সন্ধ্যা ছয়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঢাকায় অবস্থানকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।এছাড়া আগামী রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকে বাণিজ্য ও বাংলাদেশের বিভিন্ন খাতে চীনের সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য হচ্ছে গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং বিনিময়পত্রসমূহের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে বাংলাদেশে চীনের জন্য অর্থনৈতিক ও বানিজ্যিক এলাকা প্রতিষ্ঠা এবং কর্ণফুলী নদীর তলদেশে ‘মাল্টি-লেন রোড টানেল’ নির্মাণের ব্যাপারে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়েও আলোচনা হবে।চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী সোমবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন। -বাসস