দেশজুড়ে

ঝিনাইদহে জালভোট দেয়ায় যুবককে কারদণ্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের শীতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অপরাধে মোতালেব জোয়ার্দ্দার (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ডপ্রাপ্ত মোতালেব জোয়ার্দ্দার ওই গ্রামের মতিয়ার রহমান জোয়ার্দ্দারের ছেলে।হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, মোতালেব জালভোট দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ১৭১(চ) দণ্ডবিধির ১৮৬০ ধারার আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস