দেশজুড়ে

মানিকগঞ্জে ৩ প্রার্থীর ভোট বর্জন : আহত ৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ও বায়রা ইউনিয়নে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিনজন নির্বাচন বর্জন করেছেন। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ ভোট কারচুপির অভিযোগ এনে শনিবার দুপুরে তারা সাংবাদিকদের সামনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।এরা হলেন- ধল্লা ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুল আলীম মন্ডল, বায়রা ইউনিয়নের বিএনপি প্রার্থী সেলিম মিয়া এবং একই ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোহেল হোসেন।এদিকে, ভোট বর্জনের ঘোষণা দেয়ার পর পরই ধল্লা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম মন্ডলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তার অভিযোগ, নৌকার সমর্থকরা তাদের বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ পরিবারের অন্তত ৫ সদস্য আহত হন। এদের মধ্যে দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান।আব্দুল আলীম মন্ডল ও বায়রা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সকালে বেশ কয়েকটি কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে নৌকার পক্ষে ব্যালটে সিল মারা হয়েছে। ভোটারদেরও কেন্দ্রে যেতে ভয় দেখানো হচ্ছে। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এ কারণে প্রহসনের এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।দুপুর আড়াইটার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বায়রা ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী সোহেল মিয়া। তার অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য তার এজেন্টদের বের করে দিয়ে প্রতিটি কেন্দ্রেই জাল ভোট দিচ্ছে।এদিকে, বেলা ১১টার দিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান সিংগাইরের ধল্লা হাইস্কুল, কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, দলীয় প্রতীকের নির্বাচনের কারণেই দু-একটি বিছিন্ন ঘটনা ঘটলেও ভোটের পরিবেশ ভাল রয়েছে।বি.এম খোরশেদ/এসএস/এবিএস