সাতক্ষীরার আশাশুনিতে ইসকন মন্দিরের পুরোহিত পঙ্কজ সরকারকে কুপিয়ে জখম করার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে।আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৈখালী গ্রামের সবুর সরদারের ছেলে মনিরুল ও কামালকাটি গ্রামের মনীন্দ্র নাথ সরকারের ছেলে প্রদীপকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে আশাশুনির শ্যামসুন্দর ইসকন মন্দিরের পুরোহিত পঙ্কজ সরকারকে (৫০) পিটিয়ে ও কুপিয়ে জখম করে আসামিরা। আহত পঙ্কজ সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আকরামুল ইসলাম/এসএস/আরআইপি