চুয়াডাঙ্গার দৌলোদিয়ারে অঞ্জলি (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
অঞ্জলি খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত মেঘনাথের মেয়ে। তিনি ওই এলাকার গহেশের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
আরএইচ/জিকেএস