বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ ও ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ (বুধবার) দুপুরে আদালতে যাচ্ছেন।খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা বিষয়টি নিশ্চিত করেন। মেজবা বলেন, খালেদা জিয়া বুধবার দুপুর ১২টার মধ্যে আদালতে হাজির হচ্ছেন।পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়। পরে তাকে এ আদালত থেকে সরিয়ে দেওয়া হয়।