খেলাধুলা

শচিনকে ছাড়িয়ে কোহলি

কথায় আছে চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। ভারতীবাসীদের ক্ষেত্রেও তাই দেখা গেল। যে টেন্ডুলকার এতদিন ছিল ভারতের সবচেয়ে জনপ্রিয়  ক্রীড়া ব্যক্তিত্ব, আজ সেখানে তারা বসিয়েছেন জুনিয়র টেন্ডুলকার খ্যাত বিরাট কোহলিকে। সম্প্রতি টুইটারে ভারতের ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বিরাট কোহেলি। টেন্ডুলকারকে আদর্শ মেনেই বড় হয়েছেন কোহেলি। সেই টেন্ডুলকারকেই ছাড়িয়ে যাবেন তা হয়তো কখনো চিন্তাও করেননি তিনি। বর্তমানে টুইটারে কোহলির ফলোয়ার ৪,৮৭০,১৯০ জন। দুইয়ে থাকা শচীন টেন্ডুলকারের ফলোয়ার ৪,৮৬৯,৮৪৯ জন। শচীনের পরেই আছেন মহেন্দ্র সিং ধোনী। তার  ফলোয়ার সংখ্যা ৩,৩২৭,০০৩।  ধোনীর পরেই আছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়া বিরেন্দর শেবাগ (৩১৮০০৮১)। এর পরেই রয়েছেন যুবরাজ সিং (২৭২৩০৯০) ও সুরেশ রায়না (২৬১৭৮২৮)।