বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশকে ভালোবেসে অনেক গান, কবিতা, প্রবন্ধসহ বিভিন্ন রচনা রেখে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এ দেশেকে ভালোবেসেছেন। বিশ্ব কবির এই রচনাগুলো জাতির পিতা মন দিয়ে অনুভব করেছেন। বিশ্ব কবি এই শাহজাদপুরে এসে অনেক লেখা লিখেছেন। সেই শাহজাদপুরেই বর্তমান সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার দুপুরে সিরাজগঞ্জে বিশ্বকবির ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের এই দিনে শাহজাদপুরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কাজ অনেক দূর এগিয়েছে। একনেকে পাশ করাসহ সংসদেও অনুমতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে বলেই আজ দেশে এমন অনেক উন্নয়ন কাজ হচ্ছে। নির্বাচন না হলে দেশে এখন সামরিক শাসন থাকতো। কিন্তু শেখ হাসিনা নির্বাচন করেছেন বলেই আজ দেশে গণতন্ত্র রয়েছে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বার বার দরকার উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়া, সিংগাপুরসহ নানা দেশের সরকার দীর্ঘস্থায়ী ছিল বলেই সে দেশগুলো এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশেও এমন দীর্ঘস্থায়ী সরকার থাকলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শাহজাদপুরের মাটি পূণ্যভূমি। শাহ মখদুমসহ অনেকর জন্মভূমি এই শাহজাদপুর। রবীন্দ্র নাথের স্মৃতি ধন্য এই শাহজাদপুর। শাহজাদপুর উন্নয়নের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর, শাহজাদপুর আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান প্রমুখ।বাদল ভৌমিক/এআরএ/পিআর