খেলাধুলা

নিষিদ্ধ জিম্বাবুয়ের ওয়ালার

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য এবার নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ম্যালকম ওয়ালার।  আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞার  নিচে পড়েছেন তিনি।  বাংলাদেশের বিপক্ষে খুলনা টেস্টে ম্যালকম ওয়ালারকে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য  রিপোর্ট করতে বলেন ম্যাচ রেফারি। বোলিং অ্যাকশনে দেখা যায় ওয়ালারের কুনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায় আর সে কারণে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। অবশ্য বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে পুনরায় বোলিং এ ফিরতে পারবেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।তার আগে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ,বাংলাদেশের সোহাগ গাজী,পাকিস্তানের আরেক বোলার সাঈদ আজমল নিষিদ্ধ হয়েছেন। বোলিং অ্যাকশনের পুনঃপরীক্ষা দিয়ে ক্রিকেটে ফিরেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সচিত্র সেনানায়েকে, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়াম ও  জিম্বাবুয়ের আরেক বোলার প্রসপার উতসেয়া।