গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারারফ হোসেন বলেছেন, আবাসন সেক্টর ধীরে ধীরে এগিয়ে চলছে। তবে এ সেক্টরকে আরো এগিয়ে নিতে ২০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্রয়োজন।বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ৫ দিনব্যাপী ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার মোশারারফ হোসেন বলেন, সরকারি-বেসরকারি সকলকে প্লট প্রকল্প থেকে বেরিয়ে এসে অ্যাপার্টমেন্ট প্রকল্পে এগিয়ে আসতে হবে। স্বাগত বক্তাব্য দেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীন। তিনি বলনে, এখনো ১১ হাজার ফ্ল্যাট অবিক্রিত অবস্থায় রয়েছে। এই সেক্টরকে বাচাতে ব্যাংক থেকে স্বল্প সুদে ১০ হাজার কোটি টাকা ঋণের আবেদন জানান তিনি।রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তাব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি তার বক্তব্যে বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। সরকারি বেসরকারি ভাবে বর্তমানে প্রায় সাড়ে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আবাসন খাতে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এ ধারা অব্যহত থাকবে।প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলাটি চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। মেলায় স্টল সংখ্যা ১৫০টি। কো-স্পন্সর হিসেবে ১৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।এবারোমেলায় প্রবেশের টিকেট মূল্য সিঙ্গেল ৫০ টাকা এবং মাল্টিপল টিকেটের মূল্য ১০০ টাকা ধরা হয়েছে। আর এ টিকেটের ওপর থাকছে আর্কষণীয় র্যছফেল ড্র।