দেশজুড়ে

৩ মাদক ব্যবসায়ীর বাড়ি গুড়িয়ে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকার চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী কামাল মিয়া, শামছু মিয়া ও হিরণ মিয়ার বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে শহরের দক্ষিণ মৌড়াইলে এক মাদক বিরোধী সমাবেশ শেষে তাদের বাড়ি ভাঙচুর করা হয়।দুপুর ১২টায় দক্ষিণ মৌড়াইল এলাকাবাসীর আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সারা বাংলাদেশে মাদকের ভয়াবহতা বিরাট আকার ধারণ করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে সবাই মিলে এখনই মাদককে রুখতে হবে। তাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে যে কেউ যে কোনো ধরণের কৌশল অবলম্বন করতে পারবেন। মানবাধিকারের কথা বলে অপরাধীদের পক্ষে সাফাই দেয়া যাবে না। তবে যদি কোনো মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তাহলে পুলিশ তাকে স্বাগত জানাবে বলেও জানান তিনি।দক্ষিণ মৌড়াইলের সাবেক কমিশনার হাজী আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও প্রীবন সাংবাদিক মোহাম্মদ মূসা প্রমুখ।পরে সমাবেশ শেষে অর্ধশত বিক্ষুব্ধ জনতা মৌড়াইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল মিয়া, শামছু মিয়া ও হিরণ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস