অর্থনীতি

সরকারের কাছে ডিসিসিআই’র তেইশ দফা দাবি

দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে গতিশীল রাখতে তেইশ দফা দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।বুধবার ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি হোসেইন খালেদ এসব দাবি প্রস্তাব করেন। লিখিত বক্তব্যে হোসেইন খালেদ বলেন, সরকারকে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ করতে হবে, ব্যাংক ঋণের সুদহার সহনীয় পর্যায়ে রাখতে হবে এবং আমদানি কর ও শুল্ক প্রত্যাহার করতে হবে।