দেশজুড়ে

প্রকাশ্যে ঘের কর্মচারীকে হত্যা : এসআইসহ আহত ৪

সাতক্ষীরার কলারোয়ায় আব্দুল মান্নান (২৩) নামে এক ঘের কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় পার্শ্ববর্তী খোর্দ্দ পুলিশ ফাঁড়ির এসআই ও কনস্টেবলসহ ৪ জন ঘটনাস্থলে গেলে তাদের কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় সাজু হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার দত্তকোনা গ্রামের ইসমাইল গাজীর ছেলে। আটক সাজু হোসেন বসন্তপুর গ্রামের শের আলীর ছেলে।স্থানীয়রা জানান, কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের আব্দুল খালেক দীর্ঘদিন ধরে কলারোয়া উপজেলার বসন্তপুর এলাকায় একটি মৎস্য ঘের করে আসছিল। আব্দুল মান্নান গাজী ওই ঘেরের কর্মচারী। ঘটনার সময় আব্দুল মান্নান ও তার স্ত্রী ওই ঘের পাহারা দিচ্ছিলেন। এ সময় সাজু হোসেন পেছন থেকে দা দিয়ে কর্মচারী আব্দুল মান্নানকে কুপিয়ে ও জবাই করে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। স্ত্রী চিৎকার দিলে ঘাতক সাজু হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পার্শ্ববর্তী খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তানভির হোসেন, কনস্টেবল কমলেশ, অহিদুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্য জয়দেব সাহা এগিয়ে আসলে ঘাতক সাজু হোসেন তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ দাসহ ঘাতক সাজু হোসেনকে আটক করে। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পায়।কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মোহাম্মদ করিম জাগো নিউজকে বলেন, তালের শাঁস খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আকরামুল ইসলাম/এসএস/আরআইপি