দেশজুড়ে

ক্রসিংয়ে উঠলো মোটরসাইকেল, কাটা পড়ে দুই তরুণ নিহত

কক্সবাজারের রামুতে রেল ক্রসিং পার হতে গিয়ে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে রামুর রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় কক্সবাজারগামী ট্রেনে তারা কাটা পড়ে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রামুর রশিদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাহাতিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে ওয়াহিদ (২০) ও আব্দুল মজিদের ছেলে মো. হোছন (২৪)।

রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিকু মেম্বার জানান, বিকেলে ঈদগাঁও বাজার থেকে মোটরসাইকেযোগে বাড়ি ফিরছিলেন ওয়াহিদ ও হোসেন। পথিমধ্যে রেলক্রসিং পার হতে গিয়ে কক্সবাজারমুখী একটি রেলে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, অসাবধানতায় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা হয়েছে। রাতেই তাদের দাফন করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এমএস