অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো ছড়াকার রব্বানী চৌধুরীর দুটি ছড়াগ্রন্থ ‘ছড়ায় শিখি নীতি’ এবং ‘ছোটোদের নীতির ছড়া’। বই দুটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কানামাছি পাবশিকেশন্স।
‘ছড়ায় শিখি নীতি’ বইটির নান্দনিক প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী হাশেম খান। মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। ‘ছোটোদের নীতির ছড়া’ বইটির প্রচ্ছদ করেছেন আজিজুর রহমান। অলংকরণ করেছেন শেখ সাদী। মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
প্রকাশক জানান, বই দুটি পাওয়া যাচ্ছে পরিবেশক প্রতিভা প্রকাশের শোরুমে। বইমেলায় পাওয়া যাবে পরিবেশকের স্টলে। এ ছাড়া রকমারি, পিবিএস, বইফেরী, প্রথমা, বইবাজারসহ যে কোনো অনলাইন বুকশপেও পাওয়া যাবে।
আরও পড়ুন মাসউদ আহমাদের ‘পিংকি ও জীবনানন্দ কাকু’ আসছে কিশোর গল্পগ্রন্থ ‘বাঁশঝাড়ের ভূত’রব্বানী চৌধুরী ছড়া সাধনায় এক নিরলস শব্দবাহু। নতুন নতুন ছন্দ ও অন্ত্যমিলের কীর্তিমান কাণ্ডারি। তার ছড়া নিয়ে দেশে-বিদেশে অনেকেই গবেষণা করছেন। রব্বানী চৌধুরী নীতি শিক্ষার ছড়ার জনক। ‘ছড়ায় ছড়ায় নীতিকথা’ বাংলা সাহিত্যে প্রথম একক নীতিকথার ছড়া।
রব্বানী চৌধুরীর ‘সুনীতির ছড়া’, ‘নীতির মিঠাই’, ‘ছড়াগল্পে নীতিকথা’ প্রভৃতি শিশুদের মানস গঠনে বিশাল ভূমিকা পালন করছে। এ পর্যন্ত আশির বেশি ছড়াগ্রন্থের জনক তিনি। একালের ছড়া জগতের এক বিস্ময়কর প্রতিভা।
এসইউ/এএসএম