দেশজুড়ে

শৈলকুপায় ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ : আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতে ধলহরাচন্দ ইউনিয়নের বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন-ওই গ্রামের লিয়াকত আলী শেখ (৪০), রস্তম আলী (৪২), আতিয়ার রহমান (৩৫), ফয়েজ উদ্দিন (৪৭), আলম শেখসহ (২৮)  ১০ জন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় ওই গ্রামের পানি উন্নয়ন বোর্ড এলাকার মধ্যে বর্তমান সদস্য আবুল হোসেনের সমর্থকের সঙ্গে আতিয়ার বিশ্বাসের সমর্থকের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাটি-সোটা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আহমেদ নাসিম আনসারী/এসএস/পিআর