স্কুলের মাঠে ড্রাম বাজিয়ে ও রং মেখে আনন্দ করছে ছাত্ররা। তাদের ১৩৪ বছরের পুরাতন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে আজ জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এমন ঘোষণা হাতে পাওয়ার পর এভাবেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা আনন্দ প্রকাশ করে বলেন, মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত চিঠিটি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। চিঠি হাতে পাওয়ার পর স্কুলের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা শহরে আনন্দ মিছিল বের করে।তিনি আরও জানান, রাজা বাহাদুর ১৮৮২সালে রাজবাড়ির কাছে নলডাঙ্গা ভূষণ হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৪৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া বিদ্যালয়টিতে প্রায় ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী রয়েছে।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস