জাতীয়

ঢামেকের ফুটপাথে ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতকের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাতে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিন বয়সী এ মেয়ে নবজাতকের মরদেহ কাপড়ে মোড়ানো ছিল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের ফুটপাথ থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা চলতি বছরের প্রথম দশ মাসে ৪৮২ শিশু নিহত

তিনি বলেন, কে বা কারা ওই নবজাতককে কাপড় পেঁচিয়ে ফুটপাতে ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/এমএস