বস্ত্রখাতের প্রতিষ্ঠান জাহিন স্পিনিং মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)শেয়ার ক্রয়ের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর রোববার।চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১৩ জানুয়ারি পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩০তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।জানা গেছে, আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে জাহিন স্পিনিং। উত্তোলিত অর্থ কারখানা ও যন্ত্রপাতি ক্রয়, প্রাথমিক গণপ্রস্তাবের খরচ ও অন্যান্য খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী (৬ মাসের হিসাবে) শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে এক টাকা এক পয়সা। নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৬৯ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।