রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ০৪টি পদে ৫৪ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক পদে আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, ঢাকা
পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঢাকা
বয়স: ২১ নভেম্বর ২০২৪ তারিখ শিক্ষক পদে সর্বোচ্চ ৩৫ বছর। অন্যান্য পদে ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, ঢাকা এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। যোগ্যতা থাকা সাপেক্ষে একাধিক পদে আবেদন করা যাবে।
আবেদন ফি: ১-২ নং পদের জন্য ৫৬০ টাকা, ৩ নং পদের জন্য ৪৫০ টাকা, ৪ নং পদের জন্য ৩৩০ টাকা আবেদন ফি এবং বিকাশ চার্জ অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
আরও পড়ুন নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, ৩০ বছরেও আবেদনের সুযোগ ৫৯ জনকে নিয়োগ দেবে বিপিএটিসি, ৩৫ বছরেও আবেদনের সুযোগ ৪৮ জনকে নিয়োগ দেবে সুপ্রীম কোর্ট, অষ্টম শ্রেণি পাসেও আবেদনআবেদনের শেষ সময়: ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
এমআইএইচ